এম.আর.মাহবুব | শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮
কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে এবার ভোট যুদ্ধ হবে চাচা-ভাতিজার মধ্যে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মহাজোট তথা আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন বর্তমান এম.পি আশেক উল্লাহ রফিক।
অপরদিকে এম.পি আশেকের চাচা এবং চাচা শশুর সাবেক দু’বারের এম.পি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ঐক্যফ্রন্ট তথা বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন।
২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দি¦তায় এম.পি নির্বাচিত হন ভাতিজা আশেক উল্লাহ রফিক। এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন আওয়ামীলীগ তথা নৌকা প্রতীকের প্রার্থী, বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফাকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন আলমগীর ফরিদ। এর আগে ৭ম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীলীগের প্রার্থীকে হারিয়ে প্রথমবার এম.পি নির্বাচিত হন বিএনপির বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর ফরিদ।
আশেক উল্লাহ রফিক নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী আলমগীর ফরিদের আপন ভাইজি জামাই। আলমগীর ফরিদের বড় ভাই মরহুম সিরাজ চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করেছেন আশেক উল্লাহ রফিকের বাবা মরহুম এডভোকেট রফিক উল্লাহ চৌধুরী ও বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী আলমগীর ফরিদ সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই।
কক্সবাজার-২ আসনের রাজনৈতিক বোদ্ধদের মতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলতঃ লড়াই হবে চাচা-ভাতিজার মধ্যে। চাচা-ভাতিজার এই ভোট যুদ্ধে শেষ হাসি কে হাসবেন-এই জিজ্ঞাসার জবাব পেতে আপাতত আগামী ৩০ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Posted ১২:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh