দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে গুলশানের ইউনাউটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ফখরুল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে আছেন বলে জাহিদ হোসেন জানান। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফখরুলকে হাসপাতালে নেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু গত পরশু ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। তার লাশ বৃহস্পতিবার সকালে ঢাকায় আনার পর ইস্কাটনে হলিফ্যামিলি হাসপাতালের কাছে একটি মসজিদে জানাজা হয়। ওই জানাজায় অংশ নেওয়ার পরপরই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে তার ছোট চাচার জানাযার নামাজে অংশ নিতে গেলে সেখানে ফখরুল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন রিজভী।
দেশবিদেশ /০৫ জুলাই ২০১৮/নেছার
Posted ২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh