প্রেস বিজ্ঞপ্তি | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
কক্সবাজার শহরের টেকপাড়া এলাকা নিবাসী, জেলা আইনজীবী সমিতির সদস্য এড: ইমরান আজাদের পিতা, সিনিয়র এডভোকেট আবুল কালাম আজাদ মারা গেছেন।
বুধবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ সময় কক্সবাজার সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বৎসর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
বুধবার বাদ আছর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এড: ইমরান আজাদের পিতা, সিনিয়র এডভোকেট আবুল কালাম আজাদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh