বার্তা পরিবেশক | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯
ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) কনফারেন্সে যোগ দিতে লন্ডন যাচ্ছেন কক্সবাজার-০৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি আজ রবিবার, ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ০৯ থেকে ১১ সেপ্টেম্বর ৩ দিন ব্যাপি ছয় ধাপে অনুষ্ঠিতব্য আইপিইউ কনফারেন্সে সাইমুম সরওয়ার কমল এমপি বাংলাদেশের প্রতিনিধি দলের দলনেতা এবং ৪ জন স্পিকারের মধ্যে অন্যতম স্পিকারের দায়িত্ব্য পালন করবেন। তিনি সেখানে স্পিকার হিসেবে দশ মিনিট বক্তব্য রাখবেন।
বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে আছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ঈমাম এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের এবাদুল করিম এমপি। প্রতিনিধি দল আগামী ১৪ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
Posted ২:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh