দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগারগাঁওয় এলাকায় প্রায় ১০ কিলোমিটার এক্সক্লুসিভ সাইকেল লেন করা হচ্ছে। সাইকেল ভাড়া দেয়ারও ব্যবস্থা থাকবে সেখানে।
শুক্রবার রাজধানীর হাতিরঝিল এলাকায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে এ তথ্য জানান মেয়র।
মেয়র বলেন, তরুণ প্রজন্মকে মোবাইল অ্যাপসের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। তাদের ঘর থেকে বেরিয়ে মাঠে থাকতে হবে, খেলাধুলা করতে হবে। সাইক্লিং করতে হবে বা ম্যারাথনের আয়োজন করতে হবে।
হাতিরঝিলে ৫ কিলোমিটার দীর্ঘ ‘রান ফর ব্রেকিং ড্রাগস’ শিরোনামের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
Posted ৭:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh