নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
কাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার কক্সবাজারে গণশুনানীর আয়োজন করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকাল ৯ টায় কক্সবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই গণশুনানী। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা চট্টগ্রাম-২ এই গণশুনানীর আয়োজন করছে। যাতে কক্সবাজার সদর উপজেলার ভূমি অফিস, জরিপ অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, হিসাব রক্ষণ অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সমবায় অফিস, সমাজ সেবা অফিস, যুব উন্নয়ন অফিস, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসসহ সরকারি কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সরকারি দপ্তরগুলোতে সেবা পেতে হয়রাণি বা দুর্নীতির শিকার হলে যে কোন সাধারণ মানুষ তাঁর অভিযোগ গণশুনানীতে তুলে ধরতে পারবেন।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh