বার্তা পরিবেশক | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
চীন সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে যোগ দিতে চীন যাচ্ছেন সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল। চীনের ছেংডং প্রদেশের বিশ্ব ঘুড়ির রাজধানী খ্যাত উয়েফাং শহরে আগামী ১৯ থেকে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। যেখানে অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ঘুড়িয়াল।
বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের চার সদস্য প্রতিনিধি দলের সদস্য হিসেবে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল উয়েফাং ঘুড়ি উৎসবে যোগদানের লক্ষ্যে ১৭ এপ্রিল বেইজিংয়ের উদ্দেশ্য ঢাকা ছাড়বেন এবং আগামী ২৫ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh