দেশবিদেশ অনলাইন ডেস্ক | ০৬ জুলাই ২০১৮ | ৭:৫০ অপরাহ্ণ
উইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।
সম্প্রতি ভাইরাল হয় সাকিব তুই অপরাধী গান। উইন্ডিজ সফরে বাজে পারফরম্যান্সের পর ভাইরাল হল- আমি তো এমপি হবো! মন্ত্রী হবো!
ফেসবুকে আপলোড করা গানের কথাগুলো ছিলো…
আমি তো এমপি হবো মন্ত্রী হবো! কিসের আবার ক্রিকেট?.
ভোটের খেলায় জিত্তা গেলে, ভরবে আমার পকেট।
জিতার সঙ্গে সঙ্গে শুরু হবে
হীরা সোনা গিফট
১০০ তলায় উঠে যাব
চড়ে সোনার লিফট ২
তখন কিসের ক্রিকেট২
কিসের খেলা
কিসের দেশপ্রেম
খেলবো আমি আলাদিনের
চেরাগ জ্বালা গেম
আমি এমপি হবো
এমপি হয়ে জনগণের খেদমত করবো আমি
হেলিকপ্টার চড়ে যাব
দেখতে বন্যার পানি
আমার বউ ও যাবে ২
ত্রাণ বিলাতে
পরে হীরার চেইন
হীরা সোনা কিছুই না
অভিনয়টাই মেইন
আমি তো অভিনেতা ২
মডেল ক্রেতা
বউ ও আমার সেম
স্বামী বউ মিল্লা তখন
খেলবো চরম গেইম
আমি মন্ত্রী হবো
এবার মন্ত্রী হয়ে দেশ বিদেশে
ঘুরবো আমি ফিরি
একেই বলে রাজনীতির
অভার বাউন্ডারি
আমি নেতা হবো।
https://m.facebook.com/story.php?story_fbid=928416503997337&id=840051486167173