দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০২ মে ২০১৯
ঘূর্ণিঝড় ফণী উপকূলের আরও কাছাকাছি এসেছে। বর্তমানে এটি মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দূরে রয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টার দিকেও ঘূর্ণিঝড়টি ৭৯০ কিলোমিটার দূরে ছিল।
আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন। তিনি সারাবাংলাকে জানান, ঘূর্ণিঝড় ফণী উপকূলের আরও কাছে এসেছে। আগামীকাল সন্ধ্যার দিকে এটি বাংলাদেশ অতিক্রম করবে।
তিনি জানান, ফণী এখন মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৩৫ ও পায়রা বন্দর থেকে ৭৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বর্তমানে পশ্চিম বঙ্গোপসাগরে এর গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার। তবে বাংলাদেশে আঘাত হানার সময় এর গতি কমে যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে দুপুরে আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে না গিয়ে সরাসরি বাংলাদেশে আঘাত হানতে পারে। ফণীর গতি বেড়ে এটি আরও শক্তিশালী হয়েছে। যদি এটি বাংলাদেশে সরাসরি আঘাত হানে তাহলে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh