তারেকুর রহমান | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীর ভাই মো. শাহ আলীকে রিমান্ড দিয়েছে আদালত। ৩টি মামলায় ২দিন করে মোট ৬দিন রিমান্ড মঞ্জুর করা হয়। যদিও ৭দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে রিমান্ডে নেয়ার অনুমতি দেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারক শ্রীজ্ঞান তংঞ্চঙ্গ্যা।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘অস্ত্র, মাদক ও অপহরণসহ ৩টি মামলা হয়েছে তার বিরুদ্ধে। গেল বুধবার তার রিমান্ড শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। পরে আজ বৃহস্পতিবার তাকে এক মামলায় ২দিন করে ৩ মামলায় মোট ৬দিন রিমান্ডের অনুমতি দেন বিজ্ঞ আদালত।’
এর আগে রোববার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে উখিয়ার ৬নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মো. শাহ আলীকে অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ আটক করে ১৪ এপিবিএন। রোববার (১৬ জানুয়ারি) রাতে তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অপহরণের দায়ে ৩টি মামলা রুজু করা হয়।
Posted ৪:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh