জাকারিয়া আলফাজ, টেকনাফ | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯
টেকনাফে এক জেলের জালে আটকা পড়েছে আড়াই লাখ টাকা দামের একটি বড় পোয়া মাছ। কালো রঙের মাছটির ওজন ৩৫ কেজি। জানা যায়, শনিবার সকালে টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আব্দু শুক্কুরের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে যায়। এসময় তার জালে বড় পোয়া মাছটি ধরা পড়ে।
ট্রলারের মালিক আব্দু শুক্কুর কালের কন্ঠকে বলেন, ‘ শনিবার আমার ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে পোয়া মাছটি আটকা পড়ে। জেলেরা মাছ শিকার শেষে বিকাল ২ টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরলে স্থানীয় মাছ ক্রেতারা মাছটি কিনতে আগ্রহ দেখায়। পরে মাছ ক্রেতা লালুর কাছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিই।’
পোয়া মাছটির ক্রেতা লালু বলেন, ‘৩৫ কেজি ওজনের কালো রঙের পোয়ামাছটি আড়াই লাখ টাকায় কিনে কক্সবাজার নিয়ে যাচ্ছি। আশা করছি দ্বিগুণ দামে মাছটি বিক্রয় করতে পারব।’
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পোয়া মাছের ইয়ার ব্লাডার নামক অংশটি সবচেয়ে মূল্যবান। এটি ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তবে সোনালী রঙের পোয়া মাছ হলে দাম কয়েকগুন বেশি হয়।’
Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh