দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ০৭ জুলাই ২০১৯
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন শেখ হাসিনা।
আজ রোববার তাকে ক্ষমতাসীন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে নির্বাচনের কয়েকদিন আগে আওয়ামী লীগে যোগ দেন ইনাম আহমেদ চৌধুরী।
২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Posted ১০:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh