| বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১
দেশবিদেশ প্রতিনিধি, ঈদগাঁও।
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমার নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে আদালত ফুটপাতে গড়ে উঠা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। বাজারের শাপলা চত্বর, হাইস্কুল গেইট, তরকারী বাজার, ডিসি সড়কের অলিগলিসমুহে এ অভিযান পরিচালনা করে আদালত। এছাড়া বাঁশঘাটায় খাল দখল করে নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনাও পরিদর্শণ করেন তিনি। ঈদগাঁও ভূমি অফিসের তহশীলদারকে এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
ঈদগাঁও থানা পুলিশ অভিযান চলাকালে আদালতকে সহায়তা করে। ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সভাপতি শাহেনেওয়াজ মিন্টু, সহ-সভাপতি রায়হান আমিন, সাধারন সম্পাদক রাজীবুল হক চৌধুরী রিকো, সহ-সাধারন সম্পাদক হাসান তারেক, ঈদগাঁও বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক গফুর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুশফিকুল করিমসহ বাজার কমিটির বিভিন্ন নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh