রফিক উদ্দিন বাবুল, উখিয়া ॥ | শুক্রবার, ০২ এপ্রিল ২০২১
উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে সৎ ছেলের দায়ের কোপে সৎ মা নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে উখিয়ার হরিণমারা গ্রামের আমিন পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারা বেগম উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিনমারা গ্রামের লম্বা হোসেনের স্ত্রী। ঘাতক ছেলে আলমগীর (২৫) ঘটনার পর থেকে পলাতক।
সূত্র জানায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিনমারা গ্রামের লম্বা হোসেনের দুই স্ত্রী। দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গত শুক্রবার কথা কাটাকাটির এক পর্যাযে লম্বা হোসেনের বড় স্ত্রীর ছেলে আলমগীর তার সৎ মা আনোয়ারাকে মাথায় ধারালো দায়ের কোপ দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আনোয়ারা। উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।
Posted ৬:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ এপ্রিল ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh