চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় মাধ্যমিক ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন। এর মধ্যে মাধ্যমিককে ৯৭ জন ও অপর দুইজন দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ২০জন,উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় -২১ জন, বালুখালি কাশেমিয়া উচ্চ বিদ্যালয়- ৩ জন, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় -৮ জন,ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় -১৩ জন, সোনারপাড়া উচ্চ বিদ্যালয় -৯ জন
পালংখালি উচ্চ বিদ্যালয় – ২ জন, কুতুপালং উচ্চ বিদ্যালয় -৩জন, জালিয়া পালং উচ্চ বিদ্যালয় -১ জন
একেএনসি উচ্চ বিদ্যালয় -১১ জন, থাইংখালি উচ্চ বিদ্যালয় -৫ জন,মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয় -১ জন।এছাড়া রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসা ১ জন ও রাজাপালং আদর্শ শাহ জব্বারিয়া বালিকা মাদ্রাসা ১জন।
Comments
comments