উখিয়া প্রতিনিধি | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিজিবি সাড়ে ২৭ কোটি টাকা মূল্যের মাদক আইস ও ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। তবে বিজিবির সঙ্গে মাদককারবারীদের সাথে গুলি বিনিময় ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে উখিয়ার পালংখালী ব্রীজ থেকে এসব মাদক জব্দ করা হয়। শুক্রবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কক্সবাজার -৩৪ বিজিবির অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে উখিয়ার পালংখালী ব্রিজ এলাকা থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৫ কেজি ক্রিস্টাল মেথ- আইস জাতীয় মাদক উদ্ধার করা হয়েছে।
এসময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মাদক চোরাকারবারীদের বেশ কিছুক্ষণ বন্দুকের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এর আগের দিন বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উখিয়ার দক্ষিণ বালুখালী এলাকা থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছিল। সেই সময়ও বিজিবি ও চোরাকারবারীদের মাঝে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। কিন্তু কেউ হতাহত বা আটক হয়নি বলে জানা গেছে।
Posted ৬:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh