দেশবিদেশ প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও পুরুষকে আটক করেছে র্যাব-১৫। উখিয়ার পালংখালী বাজার থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।
আটকরা হলেন, হোয়াইক্যং উলুবনিয়া এলাকার মীর কাশেমের ছেলে রুহুল আমিন (২৩) ও পালংখালীর মোছারখোলা এলাকার তৈয়ব আলীর স্ত্রী খালেদা বেগম (৪০)।
মো. বিল্লাল উদ্দিন জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাজারে অবস্থিত তাজমান মডেল ফার্মেসির সামনে রাস্তার উপরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
Posted ২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh