তারেকুর রহমান | বৃহস্পতিবার, ১২ মে ২০২২
কক্সবাজারের উখিয়া রাজাপালং থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারি পরিচালক মো. বিল্লাল উদ্দিন।
আটক ব্যক্তি হলেন, রাজাপালং ইউপির পূর্ব ডিগলিয়াপালং এলাকার শামশুল আলমের ছেলে সৈয়দ আকবর (৫৫)।
সহকারি পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সৈয়দ আকবর (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে তল্লাশি করে সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটব ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে পাশের দেশ থেকে মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের জন্য নিয়ে আসছিল। সে দীর্ঘদিন ধরে এসব মাদকদ্রব্য টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে বহন করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে থাকে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Posted ৭:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মে ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh