তারেকুর রহমান | বুধবার, ১১ মে ২০২২
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আসানির কারণে কক্সবাজার সমুদ্রে ২ নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এ সময় সাগর উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরার ট্রলার উপকূলীয় অঞ্চলে নিরাপদে আশ্রয় নিয়েছে। সেই সাথে পর্যটকদের পানিতে না নামার সতর্ক করা হচ্ছে।
দেশের নানা প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকদের পানি থেকে উপরে উঠে আসতে মাইকিং ও সচেতন করছে লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।
কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া বলেন, ‘ঘূর্ণিঝড় আসানির কারণে সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে ধমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চল হালকা প্রভাবিত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম। এটি কক্সবাজার থেকে বর্তমানে ১১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো. মিজানুজ্জামান বলেন, ‘কক্সবাজার সমুদ্র উত্তাল থাকায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সজাগ রয়েছে এবং মাইকিং করে পর্যটকদের সচেতন করা হচ্ছে। যে পর্যটকরা সতর্ক সংকেত না মেনে সমুদ্রে নামছেন তাদের তুলে দেয়া হচ্ছে। এবং পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
Posted ১২:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ১১ মে ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh