বার্তা পরিবেশক | শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
সরকারের উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুল আফসার। ২৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আশরাফুল আফসার বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার মিরপুর গ্রামের স্কুল শিক্ষক আবুল কাশেমের ছেলে। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বিবিএ (সম্মান) ও এমবিএ শেষ করে পরবর্তীতে অষ্ট্রেলিয়ার মারডক বিশ^বিদ্যালয় থেকে স্থানীয় সরকার বিষয়ে এমএ ডিগ্রী অর্জন করেন তিনি।
ছাত্র জীবন শেষে ২৫তম বিসিএস এর ক্যাডার হিসেবে ২০০৬ সালের ২১ আগস্ট সরকারী চাকরিতে যোগ দেন তিনি। প্রথমে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করে সর্বশেষ কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) হিসেবে চলতি বছরের ১৭ মে যোগদান করেন এই কর্মকর্তা। বর্তমানে তিনি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে নতুন দায়িত্ব পালন করছেন। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Posted ১:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh