| সোমবার, ০৭ জুন ২০২১
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা নিবাসী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এডভোকেট ছালামতুল্লাহ (১) গতকাল ৬ জুন রোববার, রাত ৮.১০ মিনিটের সময় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ সোমবার বাদ যোহর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এডভোকেট ছালামতুল্লাহ (১) এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এডিবি/জেইউ।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh