নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৯
ডেঙ্গু ভাইরাসের প্রধান কারণ এডিশ মশকি (স্ত্রী এডিস মশা)। এই জাতীয় মশকি ছাড়া অন্য কোন মশার হুলে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হন না মানুষ। এই মশকি প্রতিরোধ করতে ৫ গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন।
গতকাল রাতে এই প্রতিবেদককে তিনি বলেন, কারো শরীরে জ¦র দেখা দিলে ডাইক্লোফেনাকসহ শরীরের ব্যথা দূর হয় এম ওষুধ (ব্যথানাশক) খাওয়া যাবে না। কোন ডেঙ্গু আক্রান্ত মানুষ এই ওষুধ খেলে শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে চলে যায়। জ¦র হলেই দ্রুত একজন ভালো ডাক্তারের কাছে গিয়ে তাঁর পরামর্শমতো ওষুধ খেতে হবে। পুরুষদের সারাদিন ফুল হাতা শার্ট পরিধান করতে হবে। পাশাপাশি মহিলাদেরও শরীর পুরো ঢাকা থাকে এমন কাপড় পড়তে হবে। যেহেতু এডিস মশা পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে। সেজন্য যেখানে পরিষ্কার পানি জমে থাকে। সেই স্থান সবসময় শুকনো রাখতে হবে। বাড়ি-ঘরের আঙিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও আহবান জানান তিনি।
Posted ১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh