| রবিবার, ১১ এপ্রিল ২০২১
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ইয়াবার ছড়াছড়ি এতো বেশি বেড়ে গেছে যে, এবার টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকায় একটি পানের দোকান থেকে ৩২ হাজার ৩’শ ৫০ পিছ ইয়াবা বড়ি উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ান (২ বিজিবি)। টেকনাফে ব্যবসায়ের দোকানে ইয়াবার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। প্রতিনিয়ত এই ব্যবসায়ের সাথে জড়িত হয়ে পড়ছে উঠতি প্রজন্ম।
রবিবার (১১ এপ্রিল) টেকনাফ ব্যাটালিয়ান (২ বিজিবি) অভিযান চালিয়ে হ্নীলার পশ্চিম সিকদার পাড়া এলাকায় একটি পানের দোকান থেকে ৩২ হাজার ৩’শ ৫০ পিছ ইয়াবা বড়ি উদ্ধার করে। এবং ১ জনকে আটক করে। আটকৃত ব্যক্তি ওই এলাকার জহুর আলমের পুত্র মো. রাশেদ মিয়া (১৯)।
২ বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ান (২ বিজিবি) এর অধিনস্থ হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহল মো. রাশেদের পানের দোকানে তল্লাশী অভিযান পরিচালনা করে দোকানের ডিপ ফ্রিজের পিছনে আঁড়ে লুকানো ইয়াবা ভর্তি একটি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটটি খুলে ৩২ হাজার ৩’শ ৫০ পিছ ইয়াবা বড়ি জব্দ করা হয়। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা বড়িসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়।
Posted ১১:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১১ এপ্রিল ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh