দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
‘আশিক বানায়া আপনে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ২০০৫ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন তনুশ্রী দত্ত। ছবিতে ইমরান হাশমির সঙ্গে তার রসায়ন আজও মনে আছে সকলের। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিলো ছবিটি।
এরপর ‘চকলেট’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয়, ব্যাড বয়’, ‘স্পিড’র মতো ছবিগুলোতে অভিনয় করেছেন তনুশ্রী। সবশেষ ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’-এ দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে।
তবে এখন সময় অনেক বদলেছে। বলিউড ইন্ডাস্ট্রিতে এখন আর পা-ও দেন না ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। গত আট বছর ধরে রূপালি পর্দা থেকে নিজেকে দূরে রেখেছেন তনুশ্রী।
সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তনুশ্রীর বেশ কয়েকটি স্থিরচিত্র। যা দেখলে চেনাই মুশকিল হয়ে যাবে তনুশ্রীকে। রীতিমতো ভাইরাল হয়ে গেছে ছবিগুলো।
দেশবিদেশ / ০৬ জুলাই ২০১৮/নেছার
Posted ৮:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh