দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ১২ মে ২০১৯
ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান। এর ফলে গত ৮ মে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হলেন তিনি।
গত ২৫ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমানকে বদলিপূর্বক স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়।
একই বিজ্ঞপ্তিতে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন পূর্বক সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়।
Posted ১০:১৮ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh