নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ জুন ২০১৯
‘রোহিঙ্গা ব্যবস্থাপনা, হোষ্ট কমিউনিটি ম্যানেজমেন্ট এবং কক্সবাজারের মেগা প্রকল্প সমূহ বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অবদান’ এর আলোকে জনপ্রশাসন পদক-২০১৯ প্রদানের জন্য গঠিত বাছাই কমিটির সাথে সুবিধাভোগি ও বিশিষ্টজনদের এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব হামিদা বেগম।
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় স্থানীয় অংশীজন ও সুবিধাভোগী সহ সুশিল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হামিদা বেগম।
সমাবেশে অংশগ্রহণকারি সুবিধাভোগি ও বিশিষ্টজনরা বলেন-‘কক্সবাজারবাসী মিয়ানমারের বাস্তুচ্যুত এগার লক্ষাধিক রোহিঙ্গার চাপ সহ্য করছে অত্যন্ত নিরবে। তদুপরি পুরো কক্সবাজার জুড়ে ১২ টি মেগা প্রকল্প সহ ৭০ টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলাবাসী প্রশাসনের সাথে একাকার হয়ে কাজ করছে।’ এসব কারনেই কক্সবাজারকে পদক দেয়ার দাবি
জনপ্রশাসন পদক দেয়ার দাবি জানান তারা।
জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব শফিউল আজিম, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমদ ও জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, সাংবাদিক,এনজিও,সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের বাস্তুুচ্যুত রোহিঙ্গাদের স্থান দিয়ে বিশ্বের কাছে এদেশকে উপরে তুলে ধরেছেন। এ কারনেই আন্তর্জাতিক বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যা দিয়েছে। এর আগে অতিরিক্ত সচিব হামিদা বেগম মহেশখালী দ্বীপের মাতারবাড়ীর বাস্তবায়নাধীন ২টি কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন। ###
Posted ১:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ জুন ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh