| শনিবার, ১০ আগস্ট ২০১৯
আমির ফকির এক হয়ে যায়,
আয়না সবাই এক হয়ে যাই,
সেই ঈদে এক থাকি সব,
এমনি করে জীবনভর,
যাই ভুলে যায় উঁচু-নিচু আপন-পর”
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এর ঈদুল-আযহা উপলক্ষে মহেশখালী-কুতুবদিয়া তথা কক্সবাজারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আশা করি এই খুশীর ঈদ ধনী, দরিদ্র সবার ঘরে ঘরে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনুক।
শুভেচ্ছান্তে-
আশেক উল্লাহ্ রফিক
সংসদ সদস্য
মহেশখালী-কুতুবদিয়া,কক্সবাজার- ২।
Posted ১০:১৮ অপরাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh