নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
জাতীয় পর্যায়ে কক্সবাজারের জেলা প্রশাসন প্রাতিষ্টানিক পর্যায়ে জনপ্রশাসন পদক লাভের পর এবার আরো একটি পদক পেয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। গতকাল বৃহষ্পতিবার কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন পেয়েছেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসকের সন্মাননাটি।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক প্রণীত ২০১৮-২০১৯ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে কক্সবাজারের জেলা প্রশাসক চট্টগ্রাম বিভাগীয় শুদ্ধাচার পুরষ্কার অর্জন করেছেন।
পুরুষ্কার প্রদান অনুষ্টানে বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান বলেন, দ্রুততম সময়ে নাগরিক সেবা প্রদান, ই-ফাইলিং কার্যক্রমে অগ্রগতিসহ জনমতের উপর ভিত্তি করে এ পুরষ্কার প্রদান করা হয়।
Posted ১১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh