নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ জুন ২০১৯
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জেলাব্যাপী পালন হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কক্সবাজারের প্রত্যেক ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নানা আয়োজনে।
জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ঘোড়ার গাড়ি, দলীয় ও জাতীয় পতাকা, নানা বাদ্য বাজনা বাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রায় অংশগ্রহনকারি নেতা কর্মীরা। পরে শহীদ দৌলত ময়দানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, আশেক উল্লাহ রফিক এমপি, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Posted ১২:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh