দেশবিদেশ প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে পর্যটন ব্যবসার আড়ালে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। এসব বন্ধে সোমবার দিবাগত রাতে পর্যটন এলাকার কটেজ জোনে সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন ওসি অপারেশন মো. সেলিম ও উপ পরিদর্শক আনোয়ার।
এ সময় কক্সবাজার শহরের ১টি কটেজ থেকে ২১ জনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ইয়াবা।
অভিযান প্রসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ‘হোটেল-মোটেল জোনে অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিন এভাবে ঝটিকা অভিযান চলবে।’
পাশাপাশি মামলায় অবৈধকাজে লিপ্ত কটেজ মালিকদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
Posted ৯:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
ajkerdeshbidesh.com | ajker deshbidesh