দেশবিদেশ প্রতিবেদক | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
কক্সবাজার শহরের লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার লালদিঘীর পূর্ব পাড়ের প্যানোয়া রোড থেকে তাকে আটক করা হয়েছে।
আটক মুবিনুল ইসলাম (২৭) কুতুবদিয়ার লেমশিখালীর ২নং ওয়ার্ডের করলা পাড়ার মৃত নুরুল আমিনের ছেলে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।
আটকের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
Posted ১২:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh