বার্তা পরিবেশক | মঙ্গলবার, ০৭ মে ২০১৯
গতকাল ৬ মে কক্সবাজার আইডিয়াল স্কুল হতে ২০১৮ সালে (সরকারি /বেসরকারি) বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ জুবাইর উদ্দিনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন ও কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহনুর আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক এডভোকেট আব্দুল কাইয়ুম। এদিকে প্রধান অতিথি বলেন অত্র স্কুল দীর্ঘদিন সুনামের সাথে তাদের ঐতিহ্য ধরে রেখেছে। এই সফলতা চলমান রাখার জন্য ছাত্র,শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেছেন।
Posted ১:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মে ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh