নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১০ মে ২০১৯
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত (বিবিপি, এনডিইউ, পিএসসি)। তিনি আজ বিকেলে কক্সবাজার বিমান বাহিনী ঘাটি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কক্সবাজার বিমান ঘাটির উন্নয়ন তথা কক্সবাজার বিমান বন্দরের সম্প্রসারণে বিমান বাহিনীর সম্পৃক্ততার বিভিন্ন বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. ক. (অবঃ) ফোরকান আহমেদ, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুশিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও কক্সবাজার পৌরসভার মেয়ার মুজিবুর রহমান সহ উপস্থিত ব্যক্তিদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় বিমান বাহিনীর পরিচালনা কার্যক্রম বৃদ্ধিসহ বিমান বন্দরের বহিঃনিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে তিনি ২০২০-২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয়ে আলোচনা করেন।
Posted ১:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ মে ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh