বার্তা পরিবেশক | শনিবার, ০৯ নভেম্বর ২০১৯
কক্সবাজার শহরে যাত্রা শুরু হল বিশ^বিখ্যাত ব্র্যান্ড এসএ ইলেকট্রনিক্সের। শুক্রবার দুপুরে শহরের হাসপাতাল সড়কস্থ খানেকা মসজিদেরবিপরীতে আলম মার্কেটে ফিতা কেটে এ শো-রুমের উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এ সময় উপস্থিত ছিলেন এসএ ইলেকট্রনিক্সের পরিচালক মো: শরিফুল আলম চৌধূরী,দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক এ্ড. আয়ুবুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি এড.একরামুল হুদা, পি.সি ফ্রেন্ডস এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম, বেস্ট ইলেকট্রনিক্সের ম্যানেজার মেজবাহ উদ্দিন, খানেকা জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ আলম, সমাজ সেবক ইছহাক মান্না, মিজানুর রহমান প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মো: শরিফুল আলম চৌধূরী বলেন, বিশ^বিখ্যাত ব্র্যান্ড ‘এসএ ইলেকট্রনিক্স??’ উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে। কক্সবাজারের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করবে এসএ ইলেকট্রনিক্স। কক্সবাজারে এই প্রথম বিশ^ বিখ্যাত পন্য গ্রাহকদের চাহিদা পূরন করবে কম দামে।
তিনি আশা প্রকাশ করে বলেন, স্বল্প সময়ের মধ্যে এসএ ইলেকট্রনিক্সের মানসম্মত পণ্য ব্যবহার করে এ কক্সবাজারের মানুষ উপকৃত হবেন।
Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh