নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
৩১ মার্চ অনুষ্ঠিতব্য কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার নাথকে নিয়োগ দেয়া হয়েছে। আজ ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন তিনি কক্সবাজার সদর উপজেলায় দায়িত্ব পালন করবেন। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচনোত্তর সহিংসতা রোধ করার পাশাপাশি কক্সবাজার সদর উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই তাঁকে নিয়োগ করা হচ্ছে। আজ থেকে সদর উপজেলার কোথাও নির্বাচনী সহিংসতা দেখা দিলে তিনি ঘটনাস্থলে এর বিচার নিশ্চিত করবেন। নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) মোঃ শরীফ হোসেন হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ১টি পৌরসভা এবং ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৫৬ হাজার ১৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন, ১ লাখ ৩৫ হাজার ১৪ জন। নারী ভোটার রয়েছেন, ১ লাখ ২১ হাজার ৪ জন। তাঁদের জন্য কেন্দ্র স্থাপন করা হবে ১০৮টি। যাতে কক্ষ স্থাপন করা হবে ৫৪৭টি।
Posted ১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh