| মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়ার জাপার মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহ”র দিন ব্যাপী গণসংযোগ । ১৬অক্টোবর সকাল ১০টার সময় কক্্রবাজার হতে নৌ-পথে মহেশখালী জেটিঘাটে পৌছেন মোহাম্মদ মোহিবুল্লাহ। জেটিঘাট থেকে গণসংযোগ শুরু হয়ে গোরকঘাটা বাজার , ডাকবাংলো, আদালত এলাকা,উপজেলা চত্বর ও থানা এলাকায় গণসংযোগ করেন মোহাম্মদ মোহিবুল্লাহ। বিকাল ৪টার সময় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাপার কার্যালয়ে নেতাকমীদের সাথে আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আজিজুল হক আজিজ , সাধারণ সম্পাদক মাহাবুব আলম, উপজেলা জাপার সহ-সভাপতি সাংবাদিক আবুল বশর পারভেজ, পৌর জাপার সভাপতি আব্দুল গফুর ঠিকাদার, পৌরজাপার সহ-সভাপতি আলী আহমদ এম এম, সাধারণ সম্পাদক ডা:আবুল মনজুর, পৌর জাপার নেতা রূপন কান্তি দে, বড় মহেশখালী ইউনিয়ন জাপার সভাপতি মুসলেম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম, ছোট মহেশখালী ইউপির জাপার সভাপতি সিরাজুল মোস্তফা বাঁশি,উপজেলা ছাত্র সমাজের বিপ্লবী সভাপতি আব্দু রহমান, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, ছোট মহেশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাপার নেতা সাইফুল ইসলাম, এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীরা গণসংযোগ কালে উপস্থিত ছিলেন। গণসংযোগ কালে কক্্রবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের জাপার মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহ বলেন- আবারো এরশাদ,আবারো উন্নয়ন। মহেশখালী-কুতুবদিয়ায় অতীতে এরশাদ সরকার অবিস্মরনীয় উন্নয়ন করেছিলেন। মহেশখালীর প্রবেশপথ মহেশখালী জেটিঘাট থেকে শুরু করে অসংখ্য উন্নয়ন করেছিলেন জাতীয় পার্টির শাসন আমলে। লাঙ্গল মার্কায় দিলে ভোট শান্তিপাবে দেশের লোক, জাতীয় পার্টির সরকার উন্নয়নের সরকার। আগামী একাদশ সংসদ নির্বাচনে আলহাজ্ব হোছাইন মোহাম্মদ এরশাদ এর হাতকে শক্তিশালী করতে মহেশখালী-কুতুবদিয়ার ভোটারদের কাছে লাঙ্গল মার্কায় ভোট চাইলেন কক্্রবাজার-২ আসনের জাপার মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহ।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh