নুরুল করিম রাসেল, টেকনাফ | শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
২০১৭ সনের ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার ফলে সেনাদের নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমারের সীমান্তবর্তী হওয়ায় জাদীমুরা সীমান্ত পয়েন্ট দিয়েও হাজার হাজার রোহিঙ্গা ঢুকে পড়ে। এসময় মানবিক কারণে অসহায় রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসে যুবলীগ নেতা নিহত মোঃ ওমর ফারুক। তার কর্মীদের নিয়ে নেমে পড়েন অসহায়দের সহায়তার জন্য বিভিন্ন খাবার নিয়ে। শুধু তাই নই, তাদের পৈত্রিক জমিতে শত শত রোহিঙ্গা পরিবারকে থাকার ব্যবস্থা করে দেন। যা এখনো বসবাস করে আসছেন। শান্ত শিষ্ট ও পরোপকারী যুবলীগ নেতা ওমর এখনো বিয়ের পিড়ীতে না বসলেও তাকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির আসনে বসান এলাকাবাসীরা। এধরনের একজন পরিচ্ছন্ন যুব নেতাকে হঠাৎ রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহতের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়রাসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মানবিক ওমরকে অমানবিক এক করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না সহকর্মী ও গ্রামবাসী। ফলে বিক্ষুদ্ধ হয়ে উঠে গোটা এলাকা। তার এই মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউ। এলাকাবাসী বলছেন রোহিঙ্গারা কতটা অকৃতজ্ঞ জাতি এটাই তার জলন্ত উদাহরণ। একদা বিপন্ন রোহিঙ্গাদের খাইয়ে পড়িয়ে আশ্রয় দিয়েছিলেন যিনি তাকেই নির্মম ভাবে খুন করলো তারা।
Posted ১১:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh