নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ জুন ২০১৯
এতদিনেও বসানো হয়নি কক্সবাজার জেলা কারাগারে সিসি ক্যামেরা। কারাগারের অফিস সহ প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানো হলে এমন অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটতে পারত না। অভিযোগ উঠেছে, ফ্রিষ্টাইল দুর্নীতির ঘটনার জন্যই এতদিনেও স্থাপন করা হয়নি সিসি ক্যামেরা। এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত একজন বেসরকারি কারা পরিদর্শক গতরাতে জানান, গত দুই মাস আগে কারা পরিদর্শকের প্রথম বৈঠকে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হলেও তা এক রহস্যজনক কারনে এখনো বাস্তবায়ন করা হয়নি।
Posted ১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh