নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া | সোমবার, ০৯ জুলাই ২০১৮
কুতুবদিয়া উপজেলা সদরে পিডিবির জেনারেটর চালিত বিদ্যুৎ সরবরাহের লাইনের তার লোকজন চলাচলের পথে শিশুদের অত্যান্ত নাগালে হওয়ায় যে কোন সময় মারাতœক জীবনহানির আশংকা করছেনন বসবাসরত স্থানীয় জন সাধারণ। গতকাল ৯জুলাই সকালে বড়ঘোপ বায়তুশ শরফ পাড়া এলাকায় সরজমিনে পরিদর্শনে গেলে ভূমি থেকে ৪ ফুট উচ্চতায় লাইন টানার দৃশ্য চোখে পড়ে।
এ ব্যাপারে স্থানীয় ঠিকাদার বাহাদুর আলম জানায়,দীর্ঘ দিন ধরে পিডিবির বিদ্যুৎ সরবরাহের লাইন ভূমি থেকে কম উচ্চাতায় হওয়ায় আমার পরিবারের সদস্যরা এবং ভাড়াটিয়া লোকজন এবং শিশুরা খেলাধূলা ও যাতায়তের সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে বড় ধরনের অঘটন এবং প্রাণ হানির আশংকা রয়েছে। পিডিবির কর্মকর্তা,কর্মচারীদের অবগত করারর পর ও খুটি দিয়ে লাইনের তার উচু করে দিচ্ছে না।
এ ব্যাপারে পিডিবি কর্মচারী বাদশা জানায়,বিদ্যুৎ লাইনের খুটি না থাকায় এমন সমস্যা সৃষ্টি হয়েছে। খুব শিঘ্রই খুটি আসবে। খুটি আসলে এসব সমস্যা সমাধান করা হবে।দেশবিদেশ/০৯ জুলাই ২০১৮ /নেছার
Posted ১০:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৯ জুলাই ২০১৮
ajkerdeshbidesh.com | ajker deshbidesh