বার্তা পরিবেশক | শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস” ২০১৯ কে সামনে রেখে কেয়ার বাংলাদেশ এর প্রেরণা প্রকল্পের উদ্যোগে মহেশখালী কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে দূর্যোগের প্রস্তুতি, দূর্যোগ প্রশমন, দূর্যোগের আগে বা পরে বা দূর্যোগ চলাকালীন সময়ে করণীয় এবং শিক্ষার্থীদের মাধ্যমে স্থানীয় ভাবে সচেতনতা সৃষ্টির লক্ষে দাতা সংস্থা ইউএসএআইডি এর
সহযোগিতায় ও মহেশখালী কলেজের সার্বিক তত্বাবধানে ৩ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় কলেজ মিলনায়তনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পৃথ্বীরাজ সাহা এর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ এর মহেশখালী প্রেরণা প্রকল্পের সিনিয়র ডিআরআর এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ নাজমুল হুদা। বক্তব্য রাখেন, মহেশখালী কলেজের অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক আশীষ কুমার চক্রবর্তী ও ফিজিক্যাল টিচার আমিনুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক দীপক ভট্টাচার্য, প্রভাষক ছরওয়ার কামাল, প্রভাষক আজহার উদ্দিন শাকিল, প্রভাষক এহছানুল করিম, কেয়ার বাংলাদেশ এর ফিল্ড ফ্যাসিলিটেটর ফয়সাল মাহমুদ রায়হান ও শামীম সিকদার, কবি সুব্রত দাশ আপন। জানা যায় যে, কেয়ার বাংলাদেশ মহেশখালী উপজেলায় প্রেরণা প্রকল্পের অধীনে প্রায় ৪০ টির মতো স্কুল কাম সাইক্লোন সেল্টার মেরামত করবে। পাশাপাশি স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্কুল ব্যবস্থাপনা কমিটি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি মূলক কুইজ, দূর্যোগের উপর সচেতনতামূলক প্রশিক্ষণ, ডিআরআর মেলা সহ বিভিন্ন কর্মসূচী পালন করবে।
Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh