দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ত্রিপুরার দিঘীর হাট এলাকার আশপাশে ভাড়া বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ৩৬ জন নারী-পুরুষ ও ৬টি শিশু আছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, তাঁরা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ছড়িয়ে–ছিটিয়ে বসবাস করছেন। তাঁরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আটককৃতদের উখিয়া থানায় পাঠানো হয়েছে।
Posted ৯:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh