দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯
একতা কাপুরের বর্তমান বয়স ৪৩। একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র প্রযোজক তিনি। বিয়েতে আগ্রহ নেই, তাই গর্ভ ভাড়া করে মা হয়েছেন।
২৭ জানুয়ারি তার একটি ফুটফুটে ছেলে হয়েছে। কিছুদিনের মধ্যে ছেলেকে বাড়িতে আনবেন তিনি। এর আগে ২০১৬ সালে সারোগেসি বা গর্ভ ভাড়া করার মাধ্যমে তার ভাই তুষার কাপুরও বাবা হন।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে একতা জানিয়েছেন বিয়ে নিয়ে তিনি কিছু ভাবেন না। তবে নিজের সন্তান চেয়েছিলেন তিনি। ঘনিষ্ঠ মহলে একতা জানান, বিয়ে করবেন না। কিন্তু মা হয়ে সন্তানকে বড় করতে চান। এ কারণেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত ‘কসৌটি জিন্দগি কি-সহ একাধিক জনপ্রিয় মেগা সিরিয়াল দর্শকদের উপহার দেন একতা। সম্প্রতি মুক্তি পায় তার সিনেমা ‘ভিরে ডি ওয়েডিং’। কারিনা কাপুর, সোনম কাপুরদের এই সিনেমা মুক্তির কয়েকদিন পরই বক্স অফিসে ধামাকা করে ১০০ কোটির ব্যবসা করে ফেলে।
দেশবিদেশ/নেছার
Posted ৯:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh