| বুধবার, ২৯ মে ২০১৯
গাছ গুলোর কি অপরাধ ছিল ? গত একবছর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কলাতলী সড়কের দুই পাশের দেড়শতাধিক গাছ কেটে ফেলে। তখন বলা হয়েছিল সড়কটি বড় করা হবে। প্রশস্থ করা হবে। একবছর পার পূর্তি হলেও সড়কটি বড় হয়নি। কিন্তু পর্যটকদের ছায়া দেয়া সেই গাছগুলো আর নেই। এমন তীব্র গরমে গাছগুলো বন্ধু হিসেবে বাতাস দিত আর ছায়া দিত। এখন সেই ছায়া আর বাতাস কি কোন কর্তৃপক্ষ দিতে পারবে ? সড়কের উন্নয়ন হতে আরো কত বছর লাগতে পারে তা হিসেব না করে বা সড়ক বড় করার দুই বছর বা তিন বছর আগে কেন এসব গাছ কাটা হয়েছে? এসব সিদ্ধান্ত না নিয়ে কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা যদি এরকম হয়, তবে কি আশা করা যায়?
ছবি ও প্রতিবেদন : দীপক শর্মা দীপু
Posted ১:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ মে ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh