দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
ক্লোজআপ ওয়ান তারকা লিজা দীর্ঘদিন ধরে গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন। ক্রমাগতই এটা বাড়ছিলো। হঠাৎ করে অবস্থা গুরুতর হওয়ায় গতকাল রোববার, ২২ সেপ্টেম্বর সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
লিজার ছোট ভাই শুভ জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে লিজার গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়েছে। সফলভাবেই সম্পন্ন হয়েছে অস্ত্রোপচার।
এখন লিজা শংকামুক্ত রয়েছেন বলেও নিশ্চিত করেছেন লিজার ছোট ভাই শুভ। তিনি বলেন, ‘আপু এখন শংকামুক্ত। অস্ত্রোপচারের পর আপুর জ্ঞান ফিরেছে। আমাদের সঙ্গে কথাও বলছেন।’
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিন লিজাকে হাসপাতালে থাকতে হবে। বর্তমানে তাকে হাসপাতালেই রাখা হয়েছে।
এদিকে বর্তমানে স্টেজ ও টিভি শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন লিজা। পাশাপাশি অংশ নেন তিনি দেশ বিদেশের বিভিন্ন কনসার্টেও।
২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র চ্যাম্পিয়ন হয়ে লিজার যাত্রা শুরু। তার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে। তার দ্বিতীয় অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ বাজারে আসে ২০১৫ সালে। সিনেমাওতে কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh