তারেকুর রহমান | মঙ্গলবার, ১৭ মে ২০২২
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ রোহিঙ্গার মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা পৌনে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
নিহতরা হলেন- নুর আলম (৫৯) ও তার ছেলে আনোয়ার কামাল (১২)
এসপি নাইমুল জানান, ১২ মে কুতুপালং ক্যাম্প-১ ডি/৪ ব্লকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ রোহিঙ্গা দগ্ধ হয়। প্রথমে তাদের কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
১২ মে নুরুল আলমের স্ত্রী গ্যাসের চুলায় রান্না বসাতে গেলে সেখানে পাইপে আগুন লেগে বিস্ফোরণ হয়। এতে আশে-পাশে থাকা ছেলে ও বেড়াতে আসা লোকজন দগ্ধ হয়। তখন তাদের বসতিটিও পুড়ে যায়।
Posted ৭:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মে ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh