দেশবিদেশ প্রতিবেদক | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি।
তিনি জানান, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নিহতের ভাই প্লাবন চন্দ্র সুশিল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১৫।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে পিকআপটি জব্দ করে হাইওয়ে পুলিশ। তবে ঘাতক চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে। যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে তারই সূত্র ধরে চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিন বিকেলে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনকে হারিয়ে মা মিনু রাণী সুশীল পাগলপ্রায়। মাত্র ১০ দিন আগে মারা যান তার স্বামী সুরেশ সুশীল। শুদ্ধি স্নানের দিনেই বাবার শ্মশান থেকে ফেরার পথে পিকআপ কেড়ে নিল ৫ সন্তানের প্রাণ। এ ঘটনায় পুরো পরিবারে চলছে আর্তনাদ। নেমে এসেছে শোকের ছায়া।
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা মালুমঘাট এলাকায় দ্রুতগামী পিকআপভ্যানের চাপায় একই পরিবারের ৫ ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ ভাই-বোন। ৪ ভাই ঘটনাস্থলে নিহত হওয়ার পর গুরুতর আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান স্মরণ সুশীল।
নিহতরা হলেন- ডা. অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), চম্পক সুশীল (৩০) ও স্মরণ শীল (২৪)।
এঘটনায় গুরতর আহতরা হলেন-রক্তিম সুশীল (৩০), প্লাবন সুশীল ও হীরা সুশীল (৪২)।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh