মুকুল কান্তি দাশ, চকরিয়া | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। তিনি ৫৭ হাজার ৭’শ ৮ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৯’শ ৮৯ ভোট।
ভাইস-চেয়ারম্যান বই পতিক নিয়ে মকছুদুল হক চুট্টু ২৭ হাজার ৯৫ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী কলসি প্রতিক নিয়ে জেসমিন হক জেসি ৩৪ হাজার ২৯৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানির্ং অফিসার মো.সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চকরিয়া উপজেলা নির্বাচনে ৯৯টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। ৯৮টি কেন্দ্রে বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে।
Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
ajkerdeshbidesh.com | ajker deshbidesh