মুকুল কান্তি দাশ, চকরিয়া | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় সাত প্রতিষ্টানকে জরিমানা করেছে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় ওইসব প্রতিষ্টান থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে চকরিয়া পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চকরিয়া পৌরশহরের ব্যবসায়ীরা ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত দোকান খোলা রেখে ব্যবসা চালাচ্ছে। এ খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে অভিযানে নামি। এসময় সাতটি দোকান থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করি।
তিনি আরো বলেন, মুলত ব্যবসায়ীরা মনে করছেন প্রশাসন সকালে ঘুমিয়ে থাকেন। আমরা ঘুমিয়ে নেই। আমাদের কাছে সব খবর রয়েছে। যারা সরকারি আইন অমান্য করে ব্যবসা করবে তারে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ আদেশ অমান্য করলে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি।
Posted ৪:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
ajkerdeshbidesh.com | ajker deshbidesh