চকরিয়া প্রতিনিধি | রবিবার, ৩০ জানুয়ারি ২০২২
কক্সবাজারের চকরিয়ায় তেলবাহি লরির ধাক্কায় হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম (২৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল সাতঘরিয়া এলাকার হোসেন আলীর ছেলে। তিনি ইউনিক পরিবহনের কক্সবাজার কাউন্টারের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফজরের নামাজ শেষ করে কক্সবাজারে নিজ কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন শোয়াইবুল ইসলাম। বাড়ির পাশেই গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় একটি তেলবাহী লরি শোয়াইবুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মোহাম্মদ শোয়াইবুল ইসলামকে সড়কের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে খবর দেয়।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. শাফায়েত হোসেন বলেন, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই চালক ও হেলপার লরি নিয়ে পালিয়ে যায়।
Posted ৬:০৯ অপরাহ্ণ | রবিবার, ৩০ জানুয়ারি ২০২২
ajkerdeshbidesh.com | ajker deshbidesh