মুকুল কান্তি দাশ, চকরিয়া : | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০
কক্সবাজারের চকরিয়ায় হোম কোয়ারেন্টাইন মেনে চলায় তিন মালয়েশিয়া প্রবাসী যুবককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন থানার ওসি মো.হাবিবুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় গিয়ে তাদের হাতে ফুল তুলে দেন তিনি। এসময় ওসির সাথে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা হাসানুল ইসলাম আদরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
হোম কোয়ারেন্টাইনে থাকা তিন যুবকের বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। তারা চলতি মাসের ১৮ তারিখ মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, চলতি মাসের ১৮ তারিখ ৩ যুবক মালয়েশিয়া থেকে এসেছে বলে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পায়। এ খবর পাওয়ার পরপরই তাদের বাড়িতে যায়। এসময় তাদেরকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলতে নির্দেশ প্রদান করি। পরে তারা ১৪দিন হোম কোয়ারেন্টাইনের মধ্যে একদিনের জন্যও ঘর থেকে বের না হয়ে হোম কোয়ারেন্টাইন পালন করেছে বলে জেনেছি। পরে বৃহস্পতিবার তিন যুবকের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন মেনে চলায় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।
ওসি আরো বলেন, গত দুই মাসে বিভিন্ন দেশ থেকে প্রায় ৫২৭জন লোক চকরিয়ায় ফিরে আসে। তাদের মধ্যে ১৮৭ জনের বাড়িতে গিয়ে তাদের ১৪দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলতে বলি। এরই মধ্যে সবার হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
বাকি তিন’শ ৪০ জনের কি খবর জানতে চাইলে ওসি হাবিবুর রহমান বলেন, ৫২৭জন প্রবাসীর মধ্যে আমরা খোঁজ নিয়ে ১৮৭ জনের বাড়ির সন্ধান পায়। বাকি তিন’শ ৪০ জনের ঠিকানা ভুল থাকায় তাদের খোঁজ পাওয়া যায়নি। তবে তাদের খোঁজ নিচ্ছে পুলিশ। তিনি সরকারের নির্দেশ মতো বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন প্রবাসীসহ সকল নাগরিকদের।
Posted ১০:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০
ajkerdeshbidesh.com | ajker deshbidesh